উপহারসহ ‘ক্যামন’ ফোনের প্রি অর্ডার শুরু

১০ এপ্রিল, ২০২৫  
১০ এপ্রিল, ২০২৫  
উপহারসহ ‘ক্যামন’ ফোনের প্রি অর্ডার শুরু

উপহার দিয়ে টেকনোর নতুন স্মার্টফোন— ক্যামন ৪০ এবং ক্যামন ৪০ প্রো ফোনের আগাম বায়না নেয়া শুরু করেছে টেকনো বাংলাদেশ টেকনো ক্যামন ৪০-এর দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২৩,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। আর ক্যামন ৪০ প্রো-এর দাম মাত্র ২৭,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আগাম বায়নার সঙ্গে  ক্যামন ৪০ এর সঙ্গে প্রিমিয়াম ব্যাকপ্যাক এবং ক্যামন ৪০ প্রো এর সঙ্গে একটি টেকনো ওয়াচ ৩ উপহার ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত প্রি-অর্ডার করলেই মিলবে এই বিশেষ উপহার।

টেকনো জানিয়েছে,  ডিভাইস দুটিতে রয়েছে শক্তিশালী এআই ফিচার, ওয়াটারপ্রুফ (IP66/IP68/69) রেটিং, ৫২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ১২০ হার্জের ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে যা ব্যবহারকারীদের দারুণ স্মার্টফোন অভিজ্ঞতা দেবে।

পাশাপাশি ক্যামন ৪০ সিরিজে রয়েছে নানা ধরনের এআই ফিচার, যেমন এআই ফুল-লিংক কল অ্যাসিস্ট্যান্ট, এআই স্টুডিও (এআই ইরেজার ২.০, এআই ইমেজ এক্সটেন্ডার, এআই শার্পনেস প্লাস, এআই পারফেক্ট ফেস, এআইজিসি পোট্রেট ২.০), এআই প্রোডাক্টিভিটি ফিচার (এআই রাইটিং, এআই ট্রান্সলেট, এআই সার্কেল সার্চ) এবং এআই ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট।