শতাধিক সিসি ক্যামেরায় জাতীয় ঈদগাহের ঈদ জামাতের নিরাপত্তা পর্যবেক্ষণ

৩০ মার্চ, ২০২৫  
৩০ মার্চ, ২০২৫  
শতাধিক সিসি ক্যামেরায় জাতীয় ঈদগাহের ঈদ জামাতের নিরাপত্তা পর্যবেক্ষণ

জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা বিধানে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দানসহ আশপাশের এলাকা সিসিটিভির আওতাভুক্ত থাকবে। প্রায় ১০০ ক্যামেরা স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুম থেকে যা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

রবিবার (৩০ মার্চ) সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি আরো জানান, ঈদগাহ ময়দানে আসার প্রধান তিনটি সড়কের (মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবন) প্রবেশমুখে আর্চওয়ে ও মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশ গেইট ও পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

সন্দেহজনক কিছু মনে হলে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাতে কিংবা প্রয়োজনে ৯৯৯ অথবা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেন ডিএমপি কমিশনার।

ঈদ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের 'অপতৎপরতা' নিয়ে আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শেখ মোঃ সাজ্জাত আলী বলেন, আমরা সব সময় সতর্ক আছি। বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধঘোষিত যেসব দল আছে সেসব দল যাতে কোনোরকম একটিভিটিজ পরিচালনা না করতে পারে সে ব্যপারে আমরা সদা সতর্ক।