চ্যাটজিপিটির ছবি জেনারেটর টুলে বড় আপডেট

২৬ মার্চ, ২০২৫  
২৬ মার্চ, ২০২৫  
চ্যাটজিপিটির ছবি জেনারেটর টুলে বড় আপডেট

ওপেনএআই’র প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান মঙ্গলবার এক লাইভস্ট্রিমে চ্যাটজিপিটির ছবি জেনারেটর সক্ষমতায় উল্লেখযোগ্য আপগ্রেড আনার ঘোষণা দিয়েছেন। খবর টেকক্রাঞ্চ।

নতুন আপডেটে, চ্যাটজিপিটি এখন জিপিটি-৪ও মডেলের মাধ্যমে স্বাভাবিকভাবেই ছবি তৈরি ও সম্পাদনা করতে পারবে। এতদিন এআই চ্যাটবট প্ল্যাটফর্মটি কেবল টেক্সট জেনারেট করতে পারত।

জিপিটি-৪ও মডেলের ছবি জেনারেট সুবিধা বর্তমানে ওপেনএআই’র ২০০ ডলার মাসিক প্রো গ্রাহকদের জন্য চালু করা হয়েছে এবং শিগগিরই প্লাস ও বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

নতুন মডেলটি পূর্ববর্তী ডাল-ই ৩ এর তুলনায় বেশি সময় নিয়ে আরও নিখুঁত ও বিস্তারিত ছবি জেনারেট করতে সক্ষম। এটি বিদ্যমান ছবির সম্পাদনাও করতে পারবে, এমনকি মানুষের ছবি সংশোধন বা "ইনপেইন্টিং" করতেও সক্ষম।

ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৪ও মডেলটি পাবলিক ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর মালিকানাধীন ডেটার ওপর প্রশিক্ষিত হয়েছে।

ডিবিটেক/বিএমটি