চ্যাটজিপিটির ছবি জেনারেটর টুলে বড় আপডেট

২৬ মার্চ, ২০২৫ ১৬:০১  
২৬ মার্চ, ২০২৫ ১৬:০৪  
চ্যাটজিপিটির ছবি জেনারেটর টুলে বড় আপডেট

ওপেনএআই’র প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান মঙ্গলবার এক লাইভস্ট্রিমে চ্যাটজিপিটির ছবি জেনারেটর সক্ষমতায় উল্লেখযোগ্য আপগ্রেড আনার ঘোষণা দিয়েছেন। খবর টেকক্রাঞ্চ।

নতুন আপডেটে, চ্যাটজিপিটি এখন জিপিটি-৪ও মডেলের মাধ্যমে স্বাভাবিকভাবেই ছবি তৈরি ও সম্পাদনা করতে পারবে। এতদিন এআই চ্যাটবট প্ল্যাটফর্মটি কেবল টেক্সট জেনারেট করতে পারত।

জিপিটি-৪ও মডেলের ছবি জেনারেট সুবিধা বর্তমানে ওপেনএআই’র ২০০ ডলার মাসিক প্রো গ্রাহকদের জন্য চালু করা হয়েছে এবং শিগগিরই প্লাস ও বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

নতুন মডেলটি পূর্ববর্তী ডাল-ই ৩ এর তুলনায় বেশি সময় নিয়ে আরও নিখুঁত ও বিস্তারিত ছবি জেনারেট করতে সক্ষম। এটি বিদ্যমান ছবির সম্পাদনাও করতে পারবে, এমনকি মানুষের ছবি সংশোধন বা "ইনপেইন্টিং" করতেও সক্ষম।

ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৪ও মডেলটি পাবলিক ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর মালিকানাধীন ডেটার ওপর প্রশিক্ষিত হয়েছে।

ডিবিটেক/বিএমটি