৯ জুন থেকে অ্যাপলের ডেভেলপারস কনফারেন্স

অ্যাপল ঘোষণা দিয়েছে যে, তাদের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ৯ জুন থেকে ১৩ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার কোম্পানিটি জানিয়েছে, ইভেন্টটি অনলাইনে সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এতে আইফোন, আইপ্যাডসহ অন্যান্য অ্যাপল ডিভাইসের সফটওয়্যার আপডেটগুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে। খবর রয়টার্স।
অ্যাপল জানিয়েছে, কিছু ডেভেলপার ও শিক্ষার্থীকে উদ্বোধনী দিনে অ্যাপল পার্কে সরাসরি ইভেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে।
এই কনফারেন্স বিনিয়োগকারীদের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ এতে ঘোষিত নতুন প্রযুক্তি ও পণ্য উন্নয়ন আইফোনসহ অ্যাপলের অন্যান্য পণ্যের প্রতি গ্রাহকদের আকর্ষণ বাড়াতে পারে।
এদিকে, স্মার্টফোন নির্মাতা স্যামসাং ও চীনের শাওমি এআই-সক্ষম ফিচার যুক্ত করে এবং কম বাজেটের ডিভাইসে বিনিয়োগ বাড়িয়ে বাজারে প্রতিযোগিতা আরও তীব্র করছে।
গত বছরের ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে অ্যাপল একাধিক এআই-সক্ষম ফিচার উন্মোচন করেছিল, যার মধ্যে ইমেইল পুনর্লিখন ও ইনবক্স সারাংশ তৈরি করার মতো সুবিধা ছিল। তবে সম্প্রতি কোম্পানিটি জানিয়েছে, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরির কিছু উন্নতি ২০২৬ সালের আগে আসবে না, যদিও পূর্বে ২০২৫ সালে এই আপডেট আসবে বলে উল্লেখ করা হয়েছিল।
অ্যাপল জানিয়েছে, ডব্লিউডব্লিউডিসি সম্পর্কে আরও তথ্য অ্যাপল ডেভেলপার অ্যাপ এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।
ডিবিটেক/বিএমটি