চলে গেলেন স্যামসাংয়ের কো-সিইও হান জং-হি

স্যামসাং ইলেকট্রনিক্সের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হান জং-হি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তার মৃত্যুতে নবনিযুক্ত সিইও জুন ইয়ং-হিউন এখন এককভাবে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেবেন। খবর রয়টার্স।
৬৩ বছর বয়সী হান ২০২২ সালে স্যামসাংয়ের সিইও হন এবং ভোক্তা ইলেকট্রনিক্স ও মোবাইল ডিভাইস বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি স্যামসাংয়ের টেলিভিশন ব্যবসাকে বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে বড় ভূমিকা রাখেন।
স্যামসাং জানিয়েছে, হানের উত্তরসূরি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে হানের মৃত্যুতে কোম্পানির শেয়ার ০.৫% কমেছে, যা দক্ষিণ কোরিয়ার সামগ্রিক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিশ্লেষকদের মতে, হানের আকস্মিক মৃত্যু স্যামসাংয়ের ব্যবসায়িক কৌশলে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে, বিশেষ করে বিপণন ও গৃহস্থালী পণ্য খাতে।
ডিবিটেক/বিএমটি