ঈদে অ্যাপসে টহল টিম নিয়ন্ত্রণ করছে হাইওয়ে পুলিশ

২৬ মার্চ, ২০২৫  
২৬ মার্চ, ২০২৫  
ঈদে অ্যাপসে টহল টিম নিয়ন্ত্রণ করছে হাইওয়ে পুলিশ

ঈদযাত্রা নিরাপদ করতে  হ্যালো এইচপি অপস অ্যাপসে টহল টিম নিয়ন্ত্রণ করছে হাইওয়ে পুলিশ। ব্যবহৃত হচ্ছে পেট্রোল জ্ঞান। ঢাকা- উত্তর বঙ্গ বাদে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থাপিত ১৪০০ ক্যামেরার মধ্যে চালু থাকা ১৩৫০ ক্যামেরায় চলছে ডিজিটাল মনিটরিং। ঈদ যাত্রা শুরুর পরই বিদ্যমান ৩০০ টহল সদস্যের সঙ্গে যুক্ত হচ্ছে আরো ৭০০ সদস্য। মোট ১১০০ সদস্য নিয়ে দেশজুড়ে বিস্তৃত ৩ হাজার ৯০০ কিলোমিটার মহাসড়কের নিরাপত্তায় কাজ করবেন এই সদস্যরা। 

মহাসড়কের নিরাপত্তা সেবায় ডিজিটাল ছাপ ফেলে তৈরি হাইওয়ে পুলিশ অ্যাপসে রয়েছে স্থান ভিত্তিক টহল পুলিশ কর্মকর্তাদের নম্বর। হোয়াটসঅ্যাপে অন করলেই ভুক্তভোগী কিংবা সাহায্যপ্রত্যাশী ব্যক্তি টহল পার্টির অবস্থান জানতে পারবেন। টহল পুলিশও জানতে পারবে যাত্রীর অবস্থান।  

এ নিয়ে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে মহাসড়ক থেকে অবৈধ বাজার উচ্ছেদ করা হয়েছে। জনবল কম থাকায় ঠিকমতো কাজ করতে সমস্যা হচ্ছিল। কিন্তু ইতোমধ্যে ৭০০ লোক নিয়োগ করা হয়েছে। আরও ৩০০ আমরা চাচ্ছি। ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধ রোধে নিয়মিত মহাসড়কে ৩০০ টিম কাজ করছে। ঈদ যত ঘনিয়ে আসবে এই টহল সংখ্যা আরও বাড়বে। তারা কোনো ঘটনা ঘটলে ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছবে।

তিনি বলেন, একটি অ্যাপসের মাধ্যমে টহল টিম নিয়ন্ত্রণ করা হচ্ছে। অ্যাপসের নম্বর হাইওয়ে পুলিশেও দেওয়া আছে। চাইলে পরিবহন শ্রমিক, মালিকরা ও যাত্রীরা অ্যাপসে সংযুক্ত হতে পারবেন। তাহলে তারা দেখতে পারবেন হাইওয়ের কোথায় কোথায় পুলিশের টহল টিম আছে।