এআই অংশীদারিত্বে রিলায়েন্সের সঙ্গে আলোচনায় ওপেনএআই ও মেটা

ওপেনএআই ও মেটা ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্প্রসারণের জন্য পৃথক আলোচনা করছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন। খবর রয়টার্স।
খবরে বলা হয়, রিলায়েন্স জিও এবং ওপেনএআই-এর মধ্যে চ্যাটজিপিটি বিতরণ সংক্রান্ত অংশীদারিত্বের বিষয়টি আলোচনায় এসেছে। এছাড়া, রিলায়েন্স এআই মডেল বিক্রির জন্য ওপেনএআই-এর সঙ্গে সম্ভাব্য এপিআই-ভিত্তিক চুক্তির কথাও বিবেচনা করছে।
রিলায়েন্স গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম তিন গিগাওয়াটের একটি ডেটা সেন্টার তৈরি করছে, যেখানে ওপেনএআই ও মেটার এআই মডেল পরিচালনার বিষয়েও আলোচনা হয়েছে।
মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, আর ওপেনএআই ও রিলায়েন্সের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি