ঈদে আকাশ পথে চাপ সৈয়দপুরে

ঈদে সড়ক ও জল পথের পাশাপাশি দিন দিন যাত্রীরা ঝুঁকছেন আকাশ পথে। যাত্রীদের ট্রেন্ড বলছে, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে নীলফামারীর সৈয়দপুর, যশোর ও রাজশাহীর টিকিটের চাহিদা হয় দ্বিগুণ। চট্টগ্রাম ও সিলেটেও স্বাভাবিক সময়ের তুলনায় টিকিটের চাহিদা বাড়ে স্বাভাবিক সময়ের তুলনায়। তবে যাত্রী চাহিদা কম থাকায় ঈদের আগে ফ্লাইট কমছে কক্সবাজারে। তবে ঈদের পর টানা এক সপ্তাহ তিন থেকে চার গুণ বাড়ে কক্সবাজারে টিকিটের চাহিদা।
সময় ও ভোগান্তি বাঁচাতে গত বছরের মতো এবারো বাড়তি ফ্লাইটের ব্যবস্থা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি সেবাদাতা ইউএস বাংলা, নভোএয়ার এবং এয়ার অ্যাস্ট্রা।
এরইমধ্যে গত ১৭ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ১৩টি বিশেষ ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত রয়েছে ২১টি উড়োজাহাজ। যেগুলো দিয়ে অভ্যন্তরীণ রুটের চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান। আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটগুলো পরিচালিত হবে। এর মধ্যে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ২৫ থেকে ৩০ মার্চ ছয়টি, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ২৬ থেকে ৩১ মার্চ ছয়টি এবং ঢাকা-বরিশাল-ঢাকা রুটে ২৭ মার্চ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।
বিমানের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট, বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকিট কিনতে পারছেন যাত্রীরা।
দেশে সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে দেশের বৃহত্তম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। রমজানের আগ থেকেই সৈয়দপুর, যশোর ও রাজশাহীর টিকিট বিক্রি শুরু হয়েছে এবং ঈদের সপ্তাহখানেক আগেই সৈয়দপুর, যশোর ও রাজশাহীগামী সব ফ্লাইটের টিকিট বিক্রি শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
অপরদিকে এবার ঈদে সেবাদর এক যুগে নভো এয়ারও বেশ সরব হয়েছে। ঈদের সামনে এয়ারলাইন্সটির সৈয়দপুর, যশোর, রাজশাহীর টিকিটের চাহিদা বেশি বলে জানিয়েছেন নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম। যাত্রীদের সেবার জন্য তাদের রয়েছে ১৩৬০৩ হট লাইন।
সচারচর কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটে ফ্লাইটে পরিচালনা করে নতুন এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রা। আপাতত সিলেট রুট বন্ধ থাকলেও ঈদে সৈয়দপুর এবং চট্টগ্রাম রুটে বেশি চাপ রয়েছে বলে জানিয়েছেন এয়ার অ্যাস্ট্রা’র ডেপুটি ম্যানেজার (জনসংযোগ) সাকিব শুভ। তিনি জানান, ঈদের সময় চট্টগ্রাম ও সৈয়দপুরে প্রতিদিন ৪টি করে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা। কক্সবাজারে ঈদের দিন পর্যন্ত প্রতিদিন ৩টি ফ্লাইট থাকলেও ঈদের পরের ছুটিতে ৫টি করে ফ্লাইট চলবে। ওয়েবে এবং মোবাইল অ্যাপ টিকেট কাটার সুবিধা ছাড়াও অফিস সময়ে ১৩৬০৭ হটলাইন প্রস্তুত রয়েছে যাত্রীদের জন্য।