৩০ মিনিটে প্রায় ৩৩ হাজার টিকিট বিক্রি, হিট ১ কোটি ২৩ লাখ

১৯ মার্চ, ২০২৫  
১৯ মার্চ, ২০২৫  
৩০ মিনিটে প্রায় ৩৩ হাজার টিকিট বিক্রি, হিট ১ কোটি ২৩ লাখ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রীম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় বিক্রির ষষ্ঠ দিনে প্রথম ৩০ মিনিটে রেলেওয়ের ই-টিকেটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট ১ কোটি ২৩ লাখ হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। এসময় ঢাকাসহ সারাদেশে বিক্রি হয়েছে প্রায় ৩৩ হাজার আসনের টিকিট।

বুধবার (১৯ মার্চ) সকালে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র। আজ বিক্রি হচ্ছে আগামী ২৯ মার্চের টিকট।

তথ্য অনুযায়ী দেখা গেছে, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। প্রথম ৩০ মিনিটে বিক্রি হয় ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর ১৪ হাজার ৪০৫টি টিকিট। সারাদেশে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ১৮ হাজার ৫৪৬টি টিকিট। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারাদেশে মোট টিকিট বিক্রি হয়ে ৩২ হাজার ৯৫১টি।