বৈষম্যের মামলায় ২৮ মিলিয়ন ডলার পরিশোধে সম্মত গুগল

প্রযুক্তি জায়ান্ট গুগল সম্প্রতি ২৮ মিলিয়ন ডলার পরিশোধে সম্মত হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে প্রতিষ্ঠানটি শ্বেতাঙ্গ ও এশীয় কর্মীদের বেশি বেতন ও উচ্চতর পদে নিয়োগ দিয়ে অন্যান্য জাতিগোষ্ঠীর কর্মীদের প্রতি বৈষম্য করেছে। খবর রয়টার্স।
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক চার্লস অ্যাডামস গত সপ্তাহে এই সমঝোতার প্রাথমিক অনুমোদন প্রদান করেন এবং একে "ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত" বলে মন্তব্য করেন।
মামলাটি করেন আনা কান্তু, যিনি নিজেকে মেক্সিকান ও আদিবাসী হিসেবে পরিচয় দেন। তিনি অভিযোগ করেন, গুগলের পিপল অপারেশনস ও ক্লাউড বিভাগে সাত বছর ধরে দক্ষতার সঙ্গে কাজ করলেও তিনি একই পদে স্থির থাকেন, যেখানে শ্বেতাঙ্গ ও এশীয় সহকর্মীরা অতিরিক্ত বেতন ও পদোন্নতি পেয়েছেন।
গুগলের মুখপাত্র কোর্টেনি মেনসিনি সমঝোতা নিশ্চিত করে জানান, "আমরা কাউকে ভিন্নভাবে আচরণ করেছি এই অভিযোগের সাথে একমত নই এবং সকল কর্মীর বেতন, নিয়োগ ও পদোন্নতিতে ন্যায্যতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।"
সমঝোতার ফলে ২০.৪ মিলিয়ন ডলার সংশ্লিষ্ট কর্মীদের মাঝে বিতরণ করা হবে, যেখানে ৭ মিলিয়ন ডলার আইনি ব্যয় ও অন্যান্য খরচ বাবদ বরাদ্দ থাকবে। মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আগামী ১১ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি