শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

ময়মনসিংহের ভালুকায় এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাঙ্গণে একটি এটিএম বুথ স্থাপন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে ১৬ মার্চ ব্যাংকের পরিচালক আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এটিএম বুথ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এক্সিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হাকিম (সুমন) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড এর পরিচালক ইসমাইল হোসেন নওয়াব, ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন, কর্পোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেন, ভালুকা এসএমই/কৃষি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম হারুনুর রশীদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ব্যাংকের গ্রাহকরা।
গ্রাহকদেরকে দ্রুত ও সার্বক্ষণিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যেেই এই বুথ স্থাপন করা হলো বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।