৫০০ কর্মী ছাঁটাই করছে গ্রাবহাব

১ মার্চ, ২০২৫  
১ মার্চ, ২০২৫  
৫০০ কর্মী ছাঁটাই করছে গ্রাবহাব

ফুড ডেলিভারি প্রতিষ্ঠান গ্রাবহাব তাদের ব্যবসায়িক কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে ৫০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার কোম্পানির সিইও হাওয়ার্ড মিগডাল এ ঘোষণা দেন। খবর রয়টার্স।

গ্রাবহাব গত বছর ওয়ান্ডার নামের একটি ফুড ডেলিভারি স্টার্টআপের কাছে বিক্রি হয়ে যায়, যা ওয়ালমার্টের সাবেক নির্বাহী মার্ক লোরের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। ২০২৪ সালের হিসাবে গ্রাবহাবের পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল ২,২০০-এর বেশি, যার মধ্যে ২০% কর্মী ছাঁটাই করা হচ্ছে।

এর আগে, ইউরোপের বৃহত্তম মিল ডেলিভারি কোম্পানি জাস্ট ইট টেকঅ্যাওয়ে গ্রাবহাবের মালিক ছিল। তারা দীর্ঘদিন ধরে ব্যবসাটি বিক্রি করার চেষ্টা করছিল এবং শেষ পর্যন্ত ৬৫০ মিলিয়ন ডলারে এটি বিক্রি করে, যদিও কয়েক বছর আগে অনেক বেশি দামে এটি কিনেছিল।

এদিকে, শ্রম ঘাটতি মোকাবিলা ও গাড়ির ওপর নির্ভরশীলতা কমাতে গ্রাবহাব গত মাসে স্বচালিত প্রযুক্তি স্টার্টআপ অ্যাভরাইডের সঙ্গে চুক্তি করে, যা যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে রোবটের মাধ্যমে খাবার সরবরাহ করছে।

ডিবিটেক/বিএমটি