টিকটক ইস্যুতে চীনের সাথে আলোচনা করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের সঙ্গে টিকটক নিয়ে আলোচনা করছেন। বুধবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বর্তমানে যুক্তরাষ্ট্র জনপ্রিয় এই অ্যাপটির বিক্রির বিষয়ে মধ্যস্থতা করার চেষ্টা করছে। খবর রয়টার্স।
টিকটক ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। মার্কিন কর্তৃপক্ষ দাবি করছে, টিকটক চীনের সঙ্গে যুক্ত থাকার কারণে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তবে অ্যাপটির মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স বারবার এসব অভিযোগ অস্বীকার করেছে।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যালফাবেট ইনক ও মেটা প্ল্যাটফর্মসও টিকটকের ভবিষ্যৎ নিয়ে নিবিড় নজর রাখছে। তবে টিকটকের চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা এখনও স্পষ্ট নয়।
ডিবিটেক/বিএমটি