এল সালভাদরে সদর দপ্তর স্থানান্তর করছে ক্রিপ্টো ফার্ম টেথার

১৪ জানুয়ারি, ২০২৫  
এল সালভাদরে সদর দপ্তর স্থানান্তর করছে ক্রিপ্টো ফার্ম টেথার

বিশ্বের শীর্ষস্থানীয় স্টেবলকয়েন প্রতিষ্ঠাতা টেথার তাদের সদর দপ্তর এল সালভাদরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। টেথারের সিইও পাওলো আরডোইনো জানিয়েছেন, ক্রিপ্টো ট্রেডিং হাব হিসেবে এল সালভাদরের উদ্যোগকে কাজে লাগাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর রয়টার্স।

টেথার সম্প্রতি এল সালভাদরে ডিজিটাল অ্যাসেট সার্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স পেয়েছে। এর ফলে সিইও এবং অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যরা এল সালভাদরে বসবাস শুরু করবেন। এর আগে প্রতিষ্ঠানটি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে নিবন্ধিত ছিল।

আরডোইনো বলেছেন, “এটি আমাদের প্রথম ফিজিক্যাল সদর দপ্তর হতে যাচ্ছে।” তবে টেথারের ১০০-এর বেশি কর্মচারীর সবাই সেখানে যাবে না; অনেকেই দূরবর্তীভাবে কাজ চালিয়ে যাবেন। প্রতিষ্ঠানটি আগামী কয়েক বছরে এল সালভাদরের ১০০ জন স্থানীয়কে নিয়োগ দেবে বলে জানিয়েছে।

এল সালভাদর ইতিমধ্যে বিটকয়েনকে আইনগত মুদ্রা হিসেবে গ্রহণ করেছে। দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে টেথারের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, “বাড়ি ফিরে আসুন।”

টেথারের ডলার-সংযুক্ত টোকেন (ইউএসডিটি) বর্তমানে বাজারের প্রায় দুই-তৃতীয়াংশ দখল করে আছে। তবে স্টেবলকয়েনের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় নিয়ন্ত্রকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, কারণ এটি আর্থিক ব্যবস্থায় ঝুঁকি বাড়াচ্ছে।