যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম: এআই চিপ রপ্তানিতে কড়াকড়ি

যুক্তরাষ্ট্র এআই চিপ এবং প্রযুক্তি রপ্তানিতে নতুন নিয়ম জারি করেছে, যা চীনের বাইরে প্রায় ১২০টি দেশের জন্য রপ্তানি সীমা নির্ধারণ করেছে। তবে জাপান, ব্রিটেন এবং নেদারল্যান্ডসসহ ১৮টি মিত্র দেশ এই নিয়ম থেকে ছাড় পাবে। খবর রয়টার্স।
নিয়ম অনুযায়ী, উন্নত চিপের রপ্তানি কড়াকড়ির মধ্যে রাখা হয়েছে, যাতে চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া পুরোপুরি বাদ পড়ে। বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো বলেছেন, “এআই এবং এআই চিপ ডিজাইনে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখা গুরুত্বপূর্ণ।”
নতুন নিয়ন্ত্রণে উল্লেখ করা হয়েছে, উন্নত গ্রাফিক প্রসেসিং ইউনিট (জিপিইউ) এবং এআই মডেল তৈরির জন্য প্রয়োজনীয় চিপের বৈশ্বিক ব্যবহারের ওপর কড়া নজরদারি থাকবে। তবে মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো শর্তসাপেক্ষে নির্দিষ্ট দেশগুলোতে ডেটা সেন্টার তৈরি করতে পারবে।
এনভিডিয়া নতুন নিয়মকে “অতিরিক্ত নিয়ন্ত্রণ” বলে উল্লেখ করেছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরোধিতা করে বলেছে, তারা তাদের “বৈধ অধিকার রক্ষায়” প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এই নিয়ম ১২০ দিন পর কার্যকর হবে এবং এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বজায় রাখার লক্ষ্যে গৃহীত হয়েছে।