সোমবার থেকে মেটার গণছাঁটাই শুরু

৮ ফেব্রুয়ারি, ২০২৫  
সোমবার থেকে মেটার গণছাঁটাই শুরু

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস আগামী সপ্তাহে প্রত্যাশিত গণছাঁটাই শুরু করতে যাচ্ছে। একইসঙ্গে, প্রতিষ্ঠানটি মেশিন লার্নিং প্রকৌশলীদের দ্রুত নিয়োগের প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। শুক্রবার রয়টার্সের হাতে আসা একটি অভ্যন্তরীণ মেমোতে এসব তথ্য উঠে এসেছে।

মেমো অনুসারে, সোমবার সকাল ৫টা (স্থানীয় সময়) থেকে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে কর্মীদের ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হবে। তবে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের কর্মীরা স্থানীয় বিধিনিষেধের কারণে এই ছাঁটাইয়ের আওতামুক্ত থাকবেন। অন্যদিকে, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার এক ডজনেরও বেশি দেশে কর্মীদের ছাঁটাইয়ের নোটিশ ১১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে পাঠানো হবে।

মেটার প্রধান মানবসম্পদ কর্মকর্তা জানেল গেল এই ছাঁটাইকে “পারফরম্যান্স টার্মিনেশন” হিসেবে উল্লেখ করেছেন। তবে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত মাসে মেটা ঘোষণা দিয়েছিল যে, তারা ৫% দুর্বল কর্মী কমিয়ে আনবে এবং কিছু গুরুত্বপূর্ণ পদ পূরণ করবে। তবে আগের গণছাঁটাইয়ের মতো এবার প্রতিষ্ঠানটি অফিস বন্ধ রাখবে না এবং কোনো অতিরিক্ত আপডেটও দেবে না বলে জানানো হয়েছে।

এদিকে, মেটার মনিটাইজেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট পেং ফ্যান শুক্রবার আরেকটি মেমোতে কর্মীদের দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, মেশিন লার্নিং প্রকৌশলীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকৌশল পদে নিয়োগ প্রক্রিয়া ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত চলবে।

ফ্যান বলেন, “আমাদের ত্বরান্বিত নিয়োগ লক্ষ্যমাত্রা অর্জন ও ২০২৫ সালের জন্য কোম্পানির অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য আনতে আপনাদের সহায়তার জন্য ধন্যবাদ।”