নতুন উপায়ে যুক্তরাষ্ট্রে টিকটক ডাউনলোডের সুযোগ

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ঘোষণা দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড ও সংযুক্ত করতে পারবেন। এটি মূলত দেশটিতে আরোপিত বিধিনিষেধ এড়ানোর একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। খবর রয়টার্স।
গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া নতুন মার্কিন আইনের কারণে অ্যাপল ও গুগল এখনও তাদের অ্যাপ স্টোরে টিকটককে পুনরায় অন্তর্ভুক্ত করেনি। নতুন আইন অনুযায়ী, টিকটকের চীনা মালিক বাইটড্যান্সকে জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠানটি বিক্রি করতে হবে, নতুবা দেশটিতে এটি নিষিদ্ধ হবে।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি আইনের কার্যকারিতা শুরুর পরদিনই ক্ষমতায় আসেন, একটি নির্বাহী আদেশের মাধ্যমে আইনটির প্রয়োগ ৭৫ দিনের জন্য স্থগিত করেছেন। তিনি জানিয়েছেন, টিকটক বিক্রির বিষয়ে একাধিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং চলতি মাসেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
টিকটকের যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে আগামী এক বছরের মধ্যে একটি সার্বভৌম সম্পদ তহবিল (সোভারেইন ওয়েলথ ফান্ড) গঠনের নির্দেশ দিয়েছেন, যা টিকটক কিনতে পারে বলে আভাস দিয়েছেন।
মার্কিন কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, বাইটড্যান্সের নিয়ন্ত্রণে থাকলে মার্কিন নাগরিকদের তথ্য অপব্যবহারের ঝুঁকি রয়েছে। তবে টিকটক দাবি করেছে, মার্কিন কর্মকর্তারা তাদের চীনের সঙ্গে সম্পর্কের বিষয়টি ভুলভাবে উপস্থাপন করছেন। কোম্পানির মতে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য ও কনটেন্ট রেকমেন্ডেশন ইঞ্জিন মার্কিন মাটিতেই ওরাকলের ক্লাউড সার্ভারে সংরক্ষিত থাকে এবং আমেরিকান ব্যবহারকারীদের কনটেন্ট মডারেশন সংক্রান্ত সিদ্ধান্তও যুক্তরাষ্ট্রেই নেওয়া হয়।
নতুন আইনের বিরোধিতায় মতপ্রকাশের স্বাধীনতার পক্ষের সংগঠনগুলোও সরব হয়েছে, কারণ এটি কংগ্রেসের বিপুল সমর্থন পেয়ে পাস হয় এবং তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করেন।