মাস্কের কাছে টিকটকের মার্কিন ব্যবসায় বিক্রিতে আগ্রহী চীন

চীনা সরকারি কর্মকর্তারা একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন যেখানে বাইটড্যান্স টিকটকের মার্কিন শাখা ইলন মাস্কের কাছে বিক্রি করতে পারে, যদি আগামী ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অ্যাপটি নিষিদ্ধ করার আইন বহাল রাখে। খবর টেকক্রাঞ্চ।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চীন বাইটড্যান্সের অধীনে টিকটক রাখতেই আগ্রহী। তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কাজ করার কৌশলের অংশ হিসেবে টিকটকের মার্কিন শাখা বিক্রির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এই পরিকল্পনায় মাস্কের প্রতিষ্ঠান এক্স টিকটক ইউএস অধিগ্রহণ করবে, যার ফলে ১৭ কোটি মার্কিন ব্যবহারকারী এবং বিপুল বিজ্ঞাপনী আয়ের সম্ভাবনা মাস্কের হাতে চলে যাবে।
টিকটকের একজন মুখপাত্র এই প্রতিবেদনে “সম্পূর্ণ কল্পকাহিনী” বলে মন্তব্য করেছেন।
প্রতিবেদন অনুসারে, বাইটড্যান্স এবং টিকটক এই আলোচনার বিষয়ে কতটা অবগত তা স্পষ্ট নয়।