প্রতি শনিবার ইনফিনিক্স ফোনের ফ্রি সার্ভিস দিচ্ছে কার্লকেয়ার

১ ফেব্রুয়ারি থেকে প্রতি শনিবার “ফ্রি সার্ভিস ডে” চালু করেছে ইনফিনিক্সের অফিশিয়াল সার্ভিস পার্টনার কার্লকেয়ার।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কার্লকেয়ারের সাপ্তাহিক ফ্রি সার্ভিস ডে-তে থাকছে ডিভাইস ক্লিন-আপ, প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট এবং মেরামতের সুবিধা, যা ব্যবহারকারীদের পেশাদার সেবা সহজলভ্য করবে। পাশাপাশি, ওয়ারেন্টির বাইরে থাকা মেরামতকৃত যেকোনো পরিষেবায় ১৫% ছাড় পাওয়া যাবে, যা ব্যবহারকারীদের জন্য স্মার্টফোনের আয়ুষ্কাল দীর্ঘায়িত করতে সহায়ক হবে।
সারাদেশে কার্লকেয়ারের ৭৪ টি সার্ভিস পয়েন্টে রয়েছে, যার মধ্যে ১৪ টি ফ্লাগশিপ সার্ভিস সেন্টার। রাজধানীতে মোট সার্ভিস সেন্টারের সংখ্যা ৯ টি। ঢাকায় কার্লকেয়ারের সার্ভিস সেন্টারগুলো রয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, বাড্ডা এবং মিরপুরে।