এআর গ্লাসের প্রকল্প বাতিল করলো অ্যাপল

অ্যাপল তাদের এআর গ্লাস প্রকল্প বাতিল করেছে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান। এই গ্লাসগুলো ভিশন প্রো হেডসেটের মতো স্বতন্ত্রভাবে কাজ করত না, বরং ম্যাকের সঙ্গে সংযুক্ত হয়ে তথ্য, ছবি ও ভিডিও প্রদর্শন করত। খবর জিএসএম এরিনা।
প্রতিবেদন অনুযায়ী, এ সপ্তাহেই প্রকল্পটি বন্ধ করে দিয়েছে অ্যাপল। পরিকল্পনা ছিল সাধারণ চশমার মতো দেখতে এই গ্লাসে প্রজেক্টরের মাধ্যমে তথ্য প্রদর্শনের প্রযুক্তি সংযোজন করা। এমনকি, ব্যবহারকারীর কার্যক্রম অনুযায়ী চশমার লেন্সের রঙ পরিবর্তনের ফিচারও পরীক্ষা করছিল কোম্পানিটি।
অ্যাপল চেয়েছিল, ভিশন প্রোর তুলনায় বেশি ব্যবহারবান্ধব এবং সহজলভ্য একটি ডিভাইস তৈরি করতে। কিন্তু প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও উৎপাদন খরচ নিয়ন্ত্রণে আনতে না পারায় প্রতিষ্ঠানটি এ প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নেয়।
অ্যাপলের এই সিদ্ধান্তে মেটার জন্য প্রতিযোগিতা সহজ হয়ে গেল। মেটা ইতোমধ্যেই রে-বেনের সঙ্গে যৌথভাবে স্মার্ট গ্লাস তৈরি করেছে এবং এক মিলিয়নের বেশি ইউনিট বিক্রি করেছে। ২০২৭ সালে তাদের এআর গ্লাস উন্মোচনের পরিকল্পনা রয়েছে, যা অ্যাপলের গ্লাসের সম্ভাব্য মুক্তির সময় ছিল।
প্রাথমিকভাবে অ্যাপল চেয়েছিল গ্লাসগুলো আইফোনের সঙ্গে সংযুক্ত করতে, তবে পর্যাপ্ত প্রসেসিং ক্ষমতার অভাব ও ব্যাটারি খরচ বেশি হওয়ায় তা সম্ভব হয়নি। পরে ম্যাকের সঙ্গে সংযোগের পরিকল্পনা করা হলেও, সঠিক কার্যক্ষমতা অর্জন করতে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিল করা হয়।