নতুন কার্লকেয়ার সার্ভিস সেন্টার চালু করলো টেকনো

৮ ফেব্রুয়ারি, ২০২৫  
নতুন কার্লকেয়ার সার্ভিস সেন্টার চালু করলো টেকনো

রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কার্লকেয়ার ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার চালু করেছে স্মার্টফোন ব্রান্ড টেকনো। নতুন সার্ভিস সেন্টারের উদ্বোধন উপলক্ষে বিশেষ একটি ক্যাম্পেইনেরও ঘোষণা দিয়েছে টেকনো ও কার্লকেয়ার। অফারে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাহকরা এই সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি বহির্ভূত ফোনের সার্ভিসিং-এর উপর ২০% ছাড় এর পাশাপাশি সফ্টওয়্যার আপডেট, মোবাইল ক্লিনিং সুবিধা পাবেন। এছাড়া, নির্বাচিত গ্রাহকরা পাবেন বিশেষ উপহার।

এখান থেকে টেকনো, আইটেল এবং ইনফিনিক্সের অনুমোদিত বিক্রয়োত্তর সেবা প্রদানকারী হিসেবে, বিক্রয় পরবর্তী ত্রুটি সারাই (রিপেয়ার সেবা), সফ্টওয়্যার আপডেট এবং প্রিমিয়াম সহায়তা সহ অন্যান্য পরিষেবা প্রদান করা হবে।

নতুন বিক্রয় সেন্টারটি সম্প্রতি উদ্বোধন করেন আইস্মার্টিউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক এবং কার্লকেয়ার বাংলাদেশের প্রধান মাহফুজুল হক মিরাজ।