ইয়্যুথ ইনোভেশন চ্যালেঞ্জে রাজশাহী-রংপুরের চ্যাম্পিয়ন আনন্দপথ

ইয়্যুথ ইনোভেশন চ্যালেঞ্জে রানার্সআপ সিস্টেমসেগ সলিউশনস এবং দ্বিতীয় রানার্সআপ স্কিনকেয়ার এআই
স্থানীয় যুবকদের উদ্ভাবনী চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা বিনিময় এবং স্টার্টআপদের উদ্ভাবনী ধারণা ও সেবা পণ্য প্রদর্শনের মধ্য দিয়ে রাজশাহী থেকে শুরু হলো এ বছরের ইয়্যুথ ইনোভেশন চ্যালেঞ্জ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃহস্পতিবার অনুষ্ঠিত দিনব্যাপী সম্মেলনে রাজশাহীর পাশাপাশি রংপুরের উদ্যোক্তা ও উদ্ভাবকেরাও অংশ নিয়েছেন। এতে নিজেদের উদ্ভাবনী ধারণা তুলে ধরেন নির্বাচিত ৮টি দল। দলগুলো হলো- সিস্টেমসেজ সলিউশনস, হেলথলিংক, এসিই, আনন্দপথ, ইকো পেডাল, অ্যালগেইন, গাইডনাও, স্কিনকেয়ার এআই – বিচারক প্যানেলের সামনে তাদের উদ্ভাবনীয় উদ্যোগগুলো উপস্থাপন করেন।
এদের মধ্যে বিচারকদের মূল্যায়নে চ্যাম্পিয়ন দল আনন্দপথ ৩ লাখ টাকা; সিস্টেমসেগ সলিউশনস দল প্রথম রানার-আপ হওয়ার জন্য ২ লাখ টাকা এবং দ্বিতীয় রানার-আপ দল স্কিনকেয়ার এআই এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন।
বিজয়ীদের নাম ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান।
এর আগে ইভেন্টটি উদ্বোধন করেন রাবি উপাচার্য ড. সালেহ হাসান নকিব। এসময় তার সঙ্গে ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।
আইসিটি বিভাগের অধীন রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটেল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের এই পতাকাবাহী আয়োজনে আর্থিক অন্তর্ভুক্তি, নগর পরিবহন, স্বাস্থ্যসেবা প্রবেশাধিকার, শক্তি সমাধান, শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং খাদ্য নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা, প্রোটোটাইপ বা এমভিপি (ন্যূনতম কার্যকর পণ্য) উপস্থাপন করেছেন।
অপরদিকে ইভেন্টে স্টার্টআপের মৌলিক বিষয়বস্তু: ব্যবসা নির্মাণ ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিষয়গুলিতে একটি মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এটি পরিচালনা করেন যান্ত্রিক সিইও শুভ আল-ফারুক। এছাড়াও “স্টার্টআপের অভিযাত্রায় আশাপ্রদ ব্যবসা নির্মাণের গল্প তুলে ধরেন স্টার্টআপ রাজশাহীর সাধারণ সম্পাদক ও ইয়্যুথ আপস্কিল নেটওয়ার্কের (ইউনেট) সহ-প্রতিষ্ঠাতা/সিওও মাহির আসেফ।
অনুষ্ঠানে দ্য স্টার্টআপ জার্নি: অ্যান ইন্সপায়ারিং স্টোরি অফ বিল্ডিং আ বিজনেস ফ্রম দ্য গ্রাউন্ড আপ-এর উপর ফায়ার সাইড চ্যাটে অংশ নেন চালডালের সিইও ওয়াসিম আলিম। পাশাপাশি ‘ফ্রম আইডিয়া টু স্কেল: হাউ ইকোসিস্টেম এনাবলারস ক্যান অ্যাক্সিলারেট ইওর স্টার্টআপ-এর উপর দুটি প্যানেল আলোচনা উপস্থাপন করা হয়। প্যানেল আলোচনা পরিচালনা করেন স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ ব্যবস্থাপক দেওয়ান আদনান, লাইটক্যাসল পার্টনার্সের সিইও বিজন ইসলাম, ডুবোটেকের ব্যবস্থাপনা পরিচালক নাঈম হোসেন সৈকত, এরিয়া৭১ ভেঞ্চার লিমিটেডের সিইও মো. আহসান হাবিব এবং স্টার্টআপ রাজশাহীর ভাইস প্রেসিডেন্ট রাফিদুল ইসলাম।
অন্যদিকে “ফ্রম পিচ টু ইনভেস্টমেন্ট: নেভিগেটিং দ্য ফান্ডিং ল্যান্ডস্কেপ” শীর্ষক আরেকটি আলোচনা সঞ্চালনা করেন শুভ আল-ফারুক, ওয়াসিম আলিম, বিজন ইসলাম এবং শেয়ারট্রিপ সিইও সাদিয়া হক।
সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (RUCC) ক্যাম্পাস পার্টনার হিসেবে এবং স্টার্টআপ রাজশাহী কমিউনিটি পার্টনার এবং ইভেন্টে নলেজ পার্টনার ছিল লাইটক্যাসল।