মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওপেনএআই বোর্ড

Feb 15, 2025 - 19:30
Feb 15, 2025 - 19:32
মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওপেনএআই বোর্ড

ওপেনএআই-এর পরিচালনা পর্ষদ ৯৭.৪ বিলিয়ন ডলারের এক অনাকাঙ্ক্ষিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যা ইলন মাস্কের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম দিয়েছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বিক্রয়ের জন্য নয় এবং ভবিষ্যতে এ ধরনের প্রস্তাবও গ্রহণযোগ্য হবে না। খবর রয়টার্স।

ওপেনএআই-এর সহ-প্রতিষ্ঠাতা হলেও মাস্ক পরে প্রতিষ্ঠানটি ছেড়ে যান। বর্তমানে তিনি চান এটি অলাভজনক হিসেবেই থাকুক, কিন্তু প্রতিষ্ঠানটি আরও বিনিয়োগ সংগ্রহের জন্য নতুন কাঠামো গড়ার পরিকল্পনা করছে। শুক্রবার এক বিবৃতিতে ওপেনএআই জানায়, "আমাদের লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নকে মানবকল্যাণের জন্য নিশ্চিত করা।"

এর জবাবে মাস্কের আইনজীবী মার্ক টোবারফ বলেন, "ওপেনএআই-এর পরিচালনা পর্ষদ নিজেদের স্বার্থে প্রতিষ্ঠানটি বিক্রির চেষ্টা করছে।" মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি এক্স-এ আল্টম্যানকে ‘প্রতারক’ বলে অভিহিত করেন।

২০২৩ সালে মাস্ক ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেন, অভিযোগ করেন যে তারা অলাভজনক কাঠামো থেকে সরে গিয়ে বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। মাস্কের কনসোর্টিয়ামে তার নিজস্ব প্রতিষ্ঠান এক্সএআই, ভ্যালর ইকুইটি পার্টনার্স ও হলিউডের শক্তিশালী বিনিয়োগকারীরা রয়েছেন।

এই সিদ্ধান্তের ফলে মাস্কের ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ওপেনএআই তাদের সিদ্ধান্তে অনড় বলে জানিয়েছে।

ডিবিটেক/বিএমটি