ব্লু অরিজিনে বড় আকারের ছাঁটাইয়ের প্রস্তুতি

১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৫১  
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:২০  
ব্লু অরিজিনে বড় আকারের ছাঁটাইয়ের প্রস্তুতি

জেফ বেজোসের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিন বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। ব্যয় কমানো এবং রকেট উৎক্ষেপণ বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ব্লুমবার্গ নিউজ বুধবার জানিয়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্লু অরিজিন শত শত কর্মী ছাঁটাই করতে পারে, এমনকি এই সংখ্যা এক হাজারের বেশি হতে পারে। যদিও এখনো সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা হয়নি।

ব্লু অরিজিনের সিইও ডেভ লিম্প বৃহস্পতিবার সকালের একটি বৈঠকে কর্মীদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। তবে কোম্পানির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

গত মাসেই প্রতিষ্ঠানটি নিউ গ্লেন রকেটের উদ্বোধন করে, যার উন্নয়ন তিনজন সিইওর নেতৃত্বে পরিচালিত হয়েছে এবং এটি বেশ কয়েকবার বিলম্বের শিকার হয়। এদিকে, স্পেসএক্সের দ্রুত অগ্রগতির মুখে ব্লু অরিজিনকে নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে।

ব্লু অরিজিনের এই কর্মী ছাঁটাই মহাকাশ শিল্পে প্রতিযোগিতা ও খরচ সংকোচনের প্রবণতারই অংশ, যেখানে বাণিজ্যিক উৎক্ষেপণ কার্যক্রম বৃদ্ধি করাই মূল লক্ষ্য।

ডিবিটেক/বিএমটি