আগামী তিন মাসের মধ্যে আরও এক হাজার ফোরজি টাওয়ার যুক্ত হচ্ছে রাষ্ট্রায়ত্ব মোবাইল অপারেটর টেলিটকে। এর মাধ্যমে আগামী ডিসেম্বর নাগাদ অপারেটরটির ফোরজি টাওয়ারের সংখ্যা দাঁড়াবে ৫ হাজার ৭৬০টিতে। এছাড়াও পাইপলাইনে রায়েঠে মোট ২ হাজার ৪২০ টাওয়ার।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে ২০ সেপ্টেম্বর, শনিবার রাতে এই তথ্য শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি লিখেছেন, অনেকেই টেলিটক নিয়ে জানতে চেয়েছেন। আমরা দায়িত্ব নেয়ার সময় সারাদেশে চার হাজারের কম ফোরজি সাইট বা টাওয়ার ছিল। বর্তমানে ফোরজি টাওয়ার ৪ হাজার ৭৬০, ডিসেম্বরের মধ্যে মোট ফোরজি টাওয়ারের সংখ্যা ৫ হাজার ৭৬০ পৌঁছে যাবে বলে আশা করছি। আমাদের দায়িত্ব পালনকালীন সময়ে এক হাজার ৭৬০টির বেশি ফোরজি টাওয়ার রিয়েলাইজ (বাড়ছে) হচ্ছে। পাইপলাইনে মোট ২ হাজার ৪২০ টাওয়ারের প্রক্রিয়া চলমান আছে।
২০০৫ সালে রাষ্ট্রমালিকানাধীন অপারেটর হিসেবে যাত্রা করে টেলিটক। শুরুতে টেলিটকের সিম কিনতে মানুষকে লাইন দিতে দেখা গিয়েছিল। এখনো অনেকে ইন্টারনেটের জন্য এই সেবাটিকে সাশ্রয়ী মনে করেন। তবে সব মিলিয়ে টেলিটক এর কাভারেজ নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে ভোক্তাদের মধ্যে। নেটওয়ার্কের আওতা, গ্রাহক সংখ্যা ও রাজস্বের দিক দিয়ে ধুঁকে ধুঁকে চলছে অপারেটরটি। এরইমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ টেলিটকের দেনা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৭৯১ কোটি টাকা।