১৭ বিলিয়ন ডলারে ইকোস্টারের স্পেকট্রাম কিনলো স্পেসএক্স

৯ সেপ্টেম্বর, ২০২৫  
১৭ বিলিয়ন ডলারে ইকোস্টারের স্পেকট্রাম কিনলো স্পেসএক্স

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স ঘোষণা করেছে, তারা প্রায় ১৭ বিলিয়ন ডলারে ইকোস্টার থেকে বেতার স্পেকট্রাম লাইসেন্স কিনছে। এই চুক্তি স্টারলিংকের ৫জি পরিষেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর রয়টার্স।

চুক্তির অংশ হিসেবে ইকোস্টারের বুস্ট মোবাইল ব্যবহারকারীরা সরাসরি স্টারলিংক সেল পরিষেবায় যুক্ত হতে পারবেন, ফলে দূরবর্তী এলাকায়ও মোবাইল সংযোগ নিশ্চিত হবে। 

স্পেসএক্স জানিয়েছে, এই স্পেকট্রাম কেনার মাধ্যমে তারা উন্নত, লেজার-সংযুক্ত স্যাটেলাইট তৈরি ও মোতায়েন করবে, যা নেটওয়ার্ক ক্ষমতা ১০০ গুণেরও বেশি বাড়াবে।

স্পেসএক্স প্রেসিডেন্ট গুইন শটওয়েল বলেন, “বিশ্বব্যাপী মোবাইল ডেড জোন দূর করতে এটি এক বড় পদক্ষেপ।”

এই খবরে ইকোস্টারের শেয়ার প্রায় ১৯% বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বড় টেলিকম অপারেটর এটিঅ্যান্ডটি, টি-মোবাইল ও ভেরাইজনের শেয়ার ২-৩% কমে যায়।

উল্লেখ্য, ২০২৪ সালে মার্কিন ব্যবহারকারীরা রেকর্ড ১৩২ ট্রিলিয়ন মেগাবাইট মোবাইল ডেটা ব্যবহার করেছেন, যা আগের বছরের তুলনায় ৩৫% বেশি।

ডিবিটেক/বিএমটি