মহাকাশে দ্রুত বার্ধক্যে পৌঁছায় মানব স্টেম সেল: গবেষণা

৮ সেপ্টেম্বর, ২০২৫  
মহাকাশে দ্রুত বার্ধক্যে পৌঁছায় মানব স্টেম সেল: গবেষণা

মহাকাশে দীর্ঘ সময় অবস্থান মানুষের শরীরে কী প্রভাব ফেলে তা নিয়ে বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করছেন। সর্বশেষ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি সান ডিয়েগোর একদল গবেষক দেখেছেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) এক মাসের মতো সময় কাটানো মানব স্টেম সেলগুলোতে দেখা গেছে দ্রুত বার্ধক্যের লক্ষণ। খবর এনগ্যাজেট।

গবেষণায় রক্ত ও রোগপ্রতিরোধী কোষ তৈরিতে গুরুত্বপূর্ণ হেমাটোপোয়েটিক স্টেম ও প্রোজেনিটর সেলস ব্যবহার করা হয়। বিশেষভাবে তৈরি ন্যানোবায়োরিঅ্যাক্টরে রেখে সেলগুলোকে ৩২-৪৫ দিন মহাকাশে পাঠানো হয়, আর তুলনার জন্য কিছু সেল রাখা হয় পৃথিবীর কেনেডি স্পেস সেন্টারে। 

মহাকাশে থাকা সেলগুলোর ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়, মাইটোকন্ড্রিয়ায় প্রদাহ দেখা দেয় এবং স্ব-নবায়নের ক্ষমতা কমে যায়। তবে পৃথিবীতে ফিরিয়ে আনার পর ক্ষতি আংশিকভাবে উল্টে গেছে।

গবেষক ক্যাট্রিনা জেমিসন বলেন, “মহাকাশ মানবদেহের জন্য চূড়ান্ত স্ট্রেস টেস্ট। এই ফলাফল শুধু নভোচারীদের দীর্ঘ মহাকাশ মিশনে সুরক্ষা দিতেই নয়, বরং পৃথিবীতে বার্ধক্য ও ক্যানসারের মতো রোগ বোঝাতেও সহায়ক।”

ডিবিটেক/বিএমটি