সরকারি চাপ সত্ত্বেও চীনা কোম্পানিগুলো এনভিডিয়ার চিপ চাইছে

৪ সেপ্টেম্বর, ২০২৫  
সরকারি চাপ সত্ত্বেও চীনা কোম্পানিগুলো এনভিডিয়ার চিপ চাইছে

আলিবাবা, বাইটড্যান্স ও টেনসেন্টের মতো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখনো এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ কেনার প্রতি আগ্রহী, যদিও বেইজিং কর্তৃপক্ষ এসব কেনাকাটায় নিরুৎসাহিত করছে। চারজন সংশ্লিষ্ট ব্যক্তি জানিয়েছেন, তারা এনভিডিয়ার এইচ২০ মডেলের অর্ডার প্রক্রিয়াকরণ নিয়ে আশ্বস্ত হতে চাইছে এবং নতুন শক্তিশালী চিপ বি৩০এ বাজারে আসার অপেক্ষায় রয়েছে। খবর রয়টার্স।

বি৩০এ চিপটি ওয়াশিংটনের অনুমোদন পেলে এর দাম হতে পারে এইচ২০-এর দ্বিগুণ, প্রায় ২০ হাজার ডলার পর্যন্ত। তবে চীনা কোম্পানিগুলোর মতে এটি একটি ভালো চুক্তি, কারণ চিপটি এইচ২০ থেকে ছয়গুণ বেশি শক্তিশালী হতে পারে। দুটি চিপই রপ্তানি নিয়ন্ত্রণ মানতে বিশেষভাবে তৈরি করা কম ক্ষমতার সংস্করণ।

এনভিডিয়ার গত অর্থবছরের আয়ের ১৩% এসেছিল চীন থেকে, ফলে দেশটির বাজারে প্রবেশাধিকার মার্কিন-চীন প্রযুক্তি প্রতিযোগিতার বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যদিও চীন স্থানীয় চিপে নির্ভরতা বাড়াতে চাইছে, এখনো কোম্পানিগুলোকে এনভিডিয়া পণ্য কেনা থেকে সরাসরি নিষিদ্ধ করা হয়নি।

ডিবিটেক/বিএমটি