গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার জরিমানা

৪ সেপ্টেম্বর, ২০২৫  
গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার জরিমানা

সান ফ্রান্সিসকোর ফেডারেল কোর্টের এক জুরি রায়ে বলা হয়েছে, ব্যবহারকারীরা ট্র্যাকিং ফিচার বন্ধ করলেও গুগল তথ্য সংগ্রহ চালিয়ে গেছে। ফলে আলফাবেটের মালিকানাধীন প্রতিষ্ঠানটিকে প্রায় ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। খবর রয়টার্স।

মামলাটি মূলত ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি সেটিং ঘিরে, যেখানে ব্যবহারকারীদের আশ্বাস দেওয়া হয়েছিল ডেটা সংগ্রহ বন্ধ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি।

আট বছরের সময়কালে মোবাইল ডিভাইস থেকে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। মামলার বাদীরা ৩১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করলেও জুরি দুইটি অভিযোগে গুগলকে দায়ী করে। তবে ইচ্ছাকৃত বা বিদ্বেষপূর্ণ আচরণ প্রমাণিত না হওয়ায় অতিরিক্ত শাস্তিমূলক ক্ষতিপূরণ ধরা হয়নি।

গুগল এ রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, “এই সিদ্ধান্ত আমাদের প্রযুক্তিকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। আমরা ব্যবহারকারীদের ডেটা নিয়ন্ত্রণের সুযোগ দিই এবং তাদের পছন্দকে সম্মান করি।”

২০২০ সালে দায়ের হওয়া এই মামলায় প্রায় ৯৮ মিলিয়ন ব্যবহারকারী ও ১৭৪ মিলিয়ন ডিভাইস প্রভাবিত হয়েছে। এর আগে গুগল টেক্সাসে গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগে ১.৪ বিলিয়ন ডলার মীমাংসা করেছিল।

ডিবিটেক/বিএমটি