ফেসবুকসহ কিছু সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করছে নেপাল

নেপাল সরকার ঘোষণা করেছে, ফেসবুকসহ অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যমগুলো দেশজুড়ে বন্ধ করে দেওয়া হবে। খবর রয়টার্স।
সরকারের দাবি, ভুয়া আইডির মাধ্যমে ঘৃণা ছড়ানো, গুজব রটানো, সাইবার অপরাধ এবং সামাজিক সম্প্রীতি নষ্টের ঘটনা বেড়ে চলেছে। দেশটিতে প্রায় ৩ কোটি মানুষের মধ্যে ৯০ শতাংশই ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারের মধ্যে নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। যে প্ল্যাটফর্মগুলো স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ও স্ব-নিয়ন্ত্রণের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নিয়োগ দিয়ে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে, তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে।
সরকার বলছে, টিকটক, ভাইবার, উইটক, নিম্বাস ও পপো লাইভ ইতোমধ্যে নিবন্ধন করেছে, তবে ফেসবুকসহ অন্যরা তা করেনি। মেটা এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, "আমরা যথেষ্ট সময় দিয়েছি ও অনুরোধ করেছি, কিন্তু তারা উপেক্ষা করেছে। তাই বাধ্য হয়ে পদক্ষেপ নিতে হলো।"
বিশ্বব্যাপী অনেক দেশ সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে। তবে সমালোচকদের মতে, এতে মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ছে।
ডিবিটেক/বিএমটি