মিসিসিপিতে ব্লুস্কাইয়ের সেবা বন্ধ

সামাজিক যোগাযোগমাধ্যম স্টার্টআপ ব্লুস্কাই মিসিসিপি অঙ্গরাজ্যে তাদের সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অঙ্গরাজ্যটির নতুন এইচবি ১১২৬ আইন অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আগে সব ব্যবহারকারীর বয়স যাচাই বাধ্যতামূলক। কিন্তু ব্লুস্কাই জানিয়েছে, ছোট একটি দল হিসেবে তাদের পক্ষে এ ধরনের প্রযুক্তিগত পরিবর্তন আনা সম্ভব নয় এবং আইনটি গোপনীয়তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে। খবর টেকক্রাঞ্চ।
মার্কিন সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার রায় দেয় যে, আইনটির বিরুদ্ধে চলমান মামলা থাকলেও এটি কার্যকর হবে। ফলে ব্লুস্কাইয়ের সামনে আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার চাপ তৈরি হয়।
ব্লুস্কাই জানায়, আইনটি শুধু অপ্রাপ্তবয়স্কদের নয়, বরং সব ব্যবহারকারীর বয়স যাচাইয়ের বাধ্যবাধকতা তৈরি করছে এবং ১৮ বছরের নিচে ব্যবহারকারীদের ক্ষেত্রে পিতামাতার সম্মতিও নিতে হবে। আইন না মানলে প্রতি ব্যবহারকারীর জন্য জরিমানা হতে পারে সর্বোচ্চ ১০ হাজার ডলার।
কোম্পানিটি আরও জানায়, আইনটি শিশু সুরক্ষার বাইরে গিয়ে মুক্ত মতপ্রকাশের ওপর বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি করছে এবং ছোট প্ল্যাটফর্ম ও উদীয়মান প্রযুক্তিগুলোর জন্য এটি অযথা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
এই সিদ্ধান্ত শুধু এটি প্রোটোকল-ভিত্তিক ব্লুস্কাই অ্যাপের জন্য প্রযোজ্য। অন্য অ্যাপগুলো চাইলে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারবে বলে ব্লুস্কাই জানিয়েছে।
ডিবিটেক/বিএমটি