এআই ভিত্তিক ওয়্যারেবল স্টার্টআপ 'বি' অধিগ্রহণ করল অ্যামাজন

২৩ জুলাই, ২০২৫ ২১:৫২  
২৩ জুলাই, ২০২৫ ১৯:৫২  
এআই ভিত্তিক ওয়্যারেবল স্টার্টআপ 'বি' অধিগ্রহণ করল অ্যামাজন

অ্যামাজন এআই ওয়্যারেবল নির্মাতা স্টার্টআপ ‘বি’ অধিগ্রহণ করেছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠাতা মারিয়া দে লুর্দেস জোল্লো। অ্যামাজন চুক্তির বিষয়টি নিশ্চিত করলেও জানিয়েছে, এটি এখনও চূড়ান্ত হয়নি। খবর টেকক্রাঞ্চ।

‘বি’ একটি ফিটবিট সদৃশ স্মার্ট ব্রেসলেট (৪৯.৯৯ ডলার, মাসিক ১৯ ডলার সাবস্ক্রিপশন) এবং অ্যাপল ওয়াচের জন্য একটি অ্যাপ তৈরি করে, যা ব্যবহারকারীর কথাবার্তা রেকর্ড করে— যদি না ব্যবহারকারী নিজে ম্যানুয়ালি তা বন্ধ করেন। এর উদ্দেশ্য হলো কথোপকথন বিশ্লেষণ করে রিমাইন্ডার ও কাজের তালিকা তৈরি করা।

‘বি’ ভবিষ্যতে “ক্লাউড ফোন” নির্মাণের পরিকল্পনা করেছে, যা ব্যবহারকারীর অ্যাকাউন্ট ও নোটিফিকেশনে অ্যাক্সেস দিয়ে আরও ব্যক্তিগত সহকারি হিসেবে কাজ করবে।

অ্যামাজনের এই অধিগ্রহণ ইঙ্গিত দেয় যে প্রতিষ্ঠানটি ভয়েস-নির্ভর স্মার্ট স্পিকারের বাইরে এখন এআইযুক্ত ওয়্যারেবল ডিভাইস তৈরিতে আগ্রহী। গোপনীয়তা নিয়ে উদ্বেগ থাকলেও, ‘বি’ জানিয়েছে ব্যবহারকারীরা যেকোনো সময় তাদের তথ্য মুছে ফেলতে পারবেন এবং রেকর্ড করা অডিও এআই প্রশিক্ষণে ব্যবহার হয় না।

তবে অ্যামাজনে একীভূত হওয়ার পর নীতিমালায় পরিবর্তন আসবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

ডিবিটেক/বিএমটি