ওরাকলের সঙ্গে বছরে ৩০ বিলিয়ন ডলারের চুক্তি করলো ওপেনএআই

২৩ জুলাই, ২০২৫ ২০:৪৬  
২৩ জুলাই, ২০২৫ ১৯:৪৬  
ওরাকলের সঙ্গে বছরে ৩০ বিলিয়ন ডলারের চুক্তি করলো ওপেনএআই

ওপেনএআই ওরাকলের সঙ্গে প্রতি বছরে ৩০ বিলিয়ন ডলারের বিশাল ডেটা সেন্টার পরিষেবা চুক্তি করেছে, যার তথ্য সম্প্রতি প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বিষয়টি নিশ্চিত করেছেন এক্স-এ ও একটি ব্লগ পোস্টে (তবে নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করেননি)। খবর টেকক্রাঞ্চ।

চুক্তির আওতায় ওপেনএআই প্রায় ৪.৫ গিগাওয়াট পাওয়ার পাচ্ছে, যা দুইটি হুভার ড্যামের সমান বিদ্যুৎ এবং চার মিলিয়ন বাড়ির প্রয়োজন মেটাতে যথেষ্ট। এই প্রকল্পটি ‘স্টারগেট’ নামে পরিচিত, যেখানে ওরাকল, ওপেনএআই এবং সফটব্যাংক ৫০০ বিলিয়ন ডলারের ডেটা সেন্টার নির্মাণ করছে। তবে ৩০ বিলিয়ন ডলারের এই নির্দিষ্ট চুক্তিতে সফটব্যাংক নেই।

এই প্রকল্পের প্রথম পর্যায় স্টারগেট-I নির্মিত হচ্ছে টেক্সাসের অ্যাবিলিনে। যদিও এটি ওরাকলের জন্য বড় অঙ্কের আয় আনবে, তবুও প্রকল্পটি নির্মাণে বিপুল ব্যয় এবং জ্বালানি প্রয়োজন।

উল্লেখ্য, ওপেনএআই সম্প্রতি জানায় তাদের বার্ষিক রাজস্ব ১০ বিলিয়নে পৌঁছেছে, যা গত বছর ছিল প্রায় ৫.৫ বিলিয়ন। অথচ শুধু ওরাকলের সঙ্গে এই চুক্তির বার্ষিক অঙ্কই বর্তমান আয়ের তিনগুণ।

ডিবিটেক/বিএমটি