হোয়াটসঅ্যাপকে রাশিয়া ছাড়ার সতর্ক বার্তা

১৮ জুলাই, ২০২৫  
১৮ জুলাই, ২০২৫  
হোয়াটসঅ্যাপকে রাশিয়া ছাড়ার সতর্ক বার্তা

রাশিয়ার আইনপ্রণেতারা বলছেন, হোয়াটসঅ্যাপ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং এটি শিগগিরই রাশিয়ার সীমিত সফটওয়্যারের তালিকায় পড়তে পারে। তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কমিটির উপপ্রধান আন্তন গোরেলকিন শুক্রবার এক বিবৃতিতে বলেন, "হোয়াটসঅ্যাপের রাশিয়া ছাড়ার প্রস্তুতি নেওয়া উচিত।"

গোরেলকিন জানান, রাষ্ট্র-সমর্থিত মেসেজিং অ্যাপ ‘ম্যাক্স’-এর জনপ্রিয়তা বাড়ানো হবে এবং এটি হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি একটি আইন স্বাক্ষর করেছেন যার আওতায় সরকারি সেবা সংযুক্ত একটি দেশীয় মেসেজিং অ্যাপ উন্নয়নের অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মেটা (হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি) রাশিয়ায় 'চরমপন্থী সংগঠন' হিসেবে ঘোষিত এবং এর ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ২০২২ সাল থেকে নিষিদ্ধ। হোয়াটসঅ্যাপ বর্তমানে দৈনন্দিন ৬৮% রাশিয়ান ব্যবহারকারীর মাঝে বেশ জনপ্রিয়।

ডিবিটেক/বিএমটি