বনানীতে সিএক্সও গ্লোবাল এলায়েন্সের প্রথম নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত

১৩ জুলাই, ২০২৫  
১৩ জুলাই, ২০২৫  
বনানীতে সিএক্সও গ্লোবাল এলায়েন্সের প্রথম নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত

বাংলাদেশী সি লেভেলে এক্সিকিউটিভদের নিয়ে ঢাকায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো সিএক্সও নেটওয়াকিং ইভেন্ট। তথ্যপ্রযুক্তি ভিত্তিক ব্যবসা কিভাবে বাড়ানো যায় এবং ব্যবসায়ে প্রযুক্তির ব্যবহারে কিভাবে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায় সেসব নিয়ে আলোচনা হয় এই ইভেন্টে। একইসঙ্গে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে সিএক্সওদের অবস্থান সুসংহত করতে একটি গ্লোবাল এলায়েন্স গঠনের প্রস্তুতিও নেয়া হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে সবার অংশগ্রহণে একটি সিএক্সও ক্লাব প্রতিষ্ঠা করে এই ক্লাবকে মাদক ও জুয়ামুক্ত রাখার শপথ করেন উপস্থিত সদস্যরা।    

রাজধানীর বনানী ক্লাবে ১২ জুলায় শনিবার অনুষ্ঠিত এই ইভেন্টে ভার্চুয়ালি যুক্ত হন দেশের বাইরের বাংলাদেশী প্রধান নির্বাহীরা। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে মোহাম্মাদ জামান, অস্ট্রেলিয়ার মেলবর্ন থেকে রায়হান এফ ওসমানি প্রমুখ প্লাটফর্মটিতে বক্তব্য রাখেন।   

এছাড়াও দুবাই, যুক্তরাজ্য এবং ঢাকা ও চট্টগ্রামের সিএক্সওরা অংশ নেন এই ইভেন্টে। অংশগ্রহণকারীদের প্রায় সবাই আইসিটি ও টেলিকম খাতের সঙ্গে সংশ্লিষ্ট। বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, সিওও, সিএফও. সিটিও এবং সিআইওরা একত্রিত হয়ে একটি শক্তিশালী গ্লোবাল এলায়েন্স গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 

মূল অনুষ্ঠানে বেসিস সাবেক সভাপতি ও সিসটেক ডিজিটাল লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রাশিদুল হাসান, ডাটা সফট চেয়ারম্যান এম মঞ্জুর মাহমুদ ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসি চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।  

সিএক্সও গ্লোবাল এলায়েন্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে ১৫০ জনের বেশি কর্পোরেট নির্বাহী সদস্য অংশগ্রহণ করেন। আলোচনায় সিএসও গ্লোবাল এলায়েন্স এর ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যসেবা, লিডারশিপ ট্রেনিং,পলিসি অ্যাডভোকেসি এবং আন্তর্জাতিক সংযোগ গঠনের উদ্যোগের বিষয়ে আলোকপাত করেন তিনি।  

এ সময় মোহাম্মদ ফারুক আহমেদ বলেন: এটি শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম নয়- এটি একটি দায়িত্ববান, উদ্ভাবনী ও প্রভাবশালী নেতৃত্ব গঠনের একটি চলমান মিশন। আমাদের লক্ষ্য হলো কর্পোরেট ও নীতিনির্ধারকদের মধ্যে একটি শক্তিশালী সংযোগ গড়ে তোলা, যা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে টেকসই প্রভাব ফেলবে।”