মিটফোর্ড হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতে বুয়েট শিক্ষার্থীদের ৫ দাবি

১১ জুলাই, ২০২৫  
১২ জুলাই, ২০২৫  
মিটফোর্ড হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতে বুয়েট শিক্ষার্থীদের ৫ দাবি

মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে সব অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে ৫ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

১১ জুলাই, শুক্রবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে ১১টায় টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে সমাবেশে লিখিত বক্তব্য পড়ে শোনান বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবদুন নূর তুষার।

তিনি বলেন, এক ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে, উলঙ্গ করে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও উদ্বিগ্ন। শুধুমাত্র চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় একজন মানুষকে এমন পাশবিকভাবে হত্যা করা আমাদের সমাজের চরম মানবিক ও নৈতিক অবক্ষয়ের চিত্র।

তিনি আরও বলেন, ঘটনা পরবর্তীতে জানা গেছে, অভিযুক্ত মাহিন যুবদলের একজন প্রভাবশালী রাজনৈতিক কর্মী এবং থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নিয়োগ-বাণিজ্যসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

এসময় বুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে সোহাগ হত্যার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবির পাশাপাশি অভিযুক্ত মাহিন এবং রবিনসহ সব অভিযুক্তদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষার সংস্কৃতি বন্ধ করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।