এআই প্রসারে টমটমে ৩০০ কর্মী ছাঁটাই

৩০ জুন, ২০২৫  
৩০ জুন, ২০২৫  
এআই প্রসারে টমটমে ৩০০ কর্মী ছাঁটাই

নেদারল্যান্ডসের লোকেশন প্রযুক্তি প্রতিষ্ঠান টমটম ঘোষণা করেছে যে, প্রতিষ্ঠানটি ৩০০ কর্মী ছাঁটাই করবে। খবর রয়টার্স।

সোমবার এক বিবৃতিতে জানানো হয়, নতুন প্রোডাক্ট-কেন্দ্রিক কৌশলের অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে প্রাধান্য দিতে গিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত অ্যাপ্লিকেশন লেয়ার, বিক্রয় ও সাপোর্ট ইউনিটের কর্মীদের এই ছাঁটাইয়ের আওতায় আনা হচ্ছে। 

প্রতিষ্ঠানটি জানায়, এআই ভিত্তিক সেবা ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে আরও দক্ষ ও উদ্ভাবনী সল্যুশন তৈরি করাই তাদের লক্ষ্য। এর মাধ্যমে গ্রাহকদের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চায় টমটম। 

টমটম বিশ্বের অন্যতম জনপ্রিয় নেভিগেশন এবং ম্যাপিং সল্যুশন প্রদানকারী হিসেবে পরিচিত। এআই রূপান্তর প্রক্রিয়ায় এ ধরনের পুনর্গঠন প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতের প্রযুক্তি বাজারে আরও কার্যকরভাবে এগিয়ে যেতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি