আইওএসে আসছে ইউটিউবের মোবাইল ভিডিও এডিটর

২৯ জুন, ২০২৫  
২৯ জুন, ২০২৫  
আইওএসে আসছে ইউটিউবের মোবাইল ভিডিও এডিটর

দুই বছর অ্যান্ড্রয়েডে একচেটিয়াভাবে চালুর পর এবার আইওএসে আসছে ইউটিউবের ভিডিও এডিটিং অ্যাপ ‘ইউটিউব ক্রিয়েট’। খবর টেকক্রাঞ্চ।

খবরে বলা হয়, গুগল ইতিমধ্যে ভারতের বেঙ্গালুরুতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগের মাধ্যমে আইওএস সংস্করণের কাজ শুরু করেছে। 

ইউটিউব ক্রিয়েট মূলত কনটেন্ট ক্রিয়েটরদের জন্য তৈরি ফ্রি মোবাইল এডিটিং টুল, যা স্টিকার, জিআইএফ এবং ইফেক্টসহ নানা ফিচার ব্যবহারের সুযোগ দেয়। যদিও প্রতিযোগিতায় অনেক পিছিয়ে, তবে অ্যাপটির বার্ষিক ব্যবহারকারীর সংখ্যা ২৮% বৃদ্ধি পেয়েছে। 

বর্তমানে অ্যাপটির ৫১% ব্যবহারকারী ভারতের। ইন্দোনেশিয়া, জার্মানি, ব্রাজিল ও যুক্তরাজ্যেও ব্যবহার বাড়ছে। স্পেন, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। 

বিশ্লেষকরা বলছেন, আইওএস সংস্করণ বাজারে ইউটিউব ক্রিয়েটের অবস্থান শক্ত করতে পারে, তবে ক্যাপকাট ও ইনশটের মতো শক্ত প্রতিযোগীদের সাথে টিকে থাকা কঠিন হবে।

ডিবিটেক/বিএমটি