মেটায় আরও চার ওপেনএআই গবেষক নিযুক্ত

মেটা প্ল্যাটফর্মস সম্প্রতি ওপেনএআই-এর আরও চার জন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষককে নিয়োগ করেছে বলে জানিয়েছে দ্য ইনফরমেশন। খবর রয়টার্স।
নতুন যুক্ত হওয়া গবেষকরা হলেন শেংজিয়া ঝাও, জিয়াহুই ইউ, শুচাও বিউ এবং হংইউ রেন। এর আগে চলতি সপ্তাহেই ওপেনএআই-এর জুরিখ অফিস থেকে লুকাস বেয়ার, আলেক্সান্ডার কোলেসনিকভ এবং শিয়াওহুয়া ঝাই মেটায় যোগ দিয়েছেন।
মেটা এআই ক্ষেত্রে বিশেষ অগ্রগতি এবং সুপারইন্টেলিজেন্স প্রকল্পে জোর দিচ্ছে। এ বিষয়ে মেটা এবং ওপেনএআই কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি।
ডিবিটেক/বিএমটি