জার্মানিতে ডিপসিক নিষিদ্ধের আহ্বান

জার্মানির তথ্য সুরক্ষা কমিশনার মেইকে ক্যাম্প চীনা এআই কোম্পানি ডিপসিককে দেশটির অ্যাপল ও গুগল স্টোর থেকে অপসারণের আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্স।
অভিযোগ করা হয়েছে, ডিপসিক অবৈধভাবে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চীনে স্থানান্তর করছে।
কমিশনার জানান, ডিপসিককে মে মাসে ইউরোপীয় ইউনিয়নের সমতুল্য নিরাপত্তা মানদণ্ড পূরণের নির্দেশ দেওয়া হলেও প্রতিষ্ঠানটি তা মানেনি।
ইতোমধ্যে ইতালি এই বছরের শুরুতে ডিপসিক অ্যাপ নিষিদ্ধ করেছে এবং নেদারল্যান্ডস এটি সরকারি ডিভাইসে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। বেলজিয়াম ও স্পেনও তদন্ত চালাচ্ছে।
এদিকে, যুক্তরাজ্য বলছে, এটি ব্যবহার করা ব্যক্তির ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করছে। ডিপসিক চীনা সামরিক ও গোয়েন্দা কার্যক্রমেও সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে অ্যাপল ও গুগল এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
ডিবিটেক/বিএমটি