টিয়ার-৪ ক্লাউড প্ল্যাটফর্ম চালু করলো এক্সেনটেক

টিয়ার ৩ প্রতিষ্ঠার দুই বছরের মাথায়‘এক্সেনটেক ক্লাউড’ নামে ক্লাউড প্ল্যাটফর্ম চালু করেছে রবি আজিয়াটা পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এক্সনটেক।
মঙ্গলবার ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস মিটে এই সেবাটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রযুক্তি সম্পাদকদের উপস্থিতিতে ক্লাউডটির অবকাঠামো, সক্ষমতা ও জাতীয় গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এক্সেনটেক ক্লাউড বাংলাদেশের প্রথম স্থানীয়ভাবে হোস্টকৃত এন্টারপ্রাইজ ক্লাউড, যা বৈশ্বিক মানের নির্ভরযোগ্যতা, নিরাপত্তা ও সম্প্রসারণের মানদণ্ড পূরণ করে। এটি সম্পূর্ণ দেশীয়ভাবে পরিচালিত। যশোরে এর টিয়ার-৪ মানের ডাটা সেন্টার আছে এবং ভুলতায় অতিরিক্ত হোস্টিং সুবিধাও রয়েছে। দেশের অভ্যন্তরে পরিচালিত হওয়ায় এতে তথ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়েছে। এটি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির জন্য একটি বড় অগ্রগতি এবং স্থানীয় প্রযুক্তি সক্ষমতার মাইলফলক।
এক্সেনটেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আদিল হোসাইন নোবেল বলেন, "বহু বছর ধরে বাংলাদেশের এন্টারপ্রাইজগুলোকে বিদেশে হোস্টকৃত ক্লাউড প্ল্যাটফর্মের ওপর নির্ভর করতে হয়েছে। এর ফলে ডাটার সার্বভৌমত্ব, গতি, নিয়ম কানুন এবং খরচ নিয়ে নানা উদ্বেগ তৈরি হতো। এই চ্যালেঞ্জগুলো সমাধানের লক্ষ্যেই এসেছে এক্সেনটেক ক্লাউড। এটি স্থানীয় ও শক্তিশালী এবং আগামী দশকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করতে তৈরি হয়েছে।”
এক্সেনটেক পিএলসি ব্যবস্থাপনা পরিচালক আদিল হোসাইন নোবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে রবির কোম্পানি সচিব সাহেদ আলম, সিসিও এ কে এম নাজমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তব্যে ক্লাউড অবকাঠাম নির্মাণ ও সেবা সহায়ক নীতিমালা করতে সরকারের কাছে সুদৃষ্টি কামনাা করেন শাহেদুল আলম। তিনি বলেন, এই সেবা চালু ফলে দেশের যেটা বেশি রাখার সুবিধা পাবেন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। তাদের ডেটার নিরাপত্তায় আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছি। দেশের ক্ষুদ্র ও কুটির আমরা এই সেবা চালু করলাম। আমাদের দেশের অধিকাংশ ব্যাংকেরই এই ক্লাউড সেবা দরকার।