দাম কমলো ইনফিনিক্স নোট ৫০-এর

নিজেদের স্মার্টফোন নোট ৫০ মডেলের দাম কমিয়েছে ইনফিনিক্স। ফলে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের ফোনটির আগের চেয়ে দুই হাজার টাকা কমে পাওয়া যাবে ২৫,৯৯৯ টাকায়। ১৭ জুন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, দেশজুড়ে অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে।
ফোনটির সফটওয়্যার সাপোর্টের জন্য এতে ২ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং ৩৬ মাসের নিরাপত্তা প্যাচ দেওয়া হয়েছে।
৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের ফোনটির ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর। ব্যবহৃত হয়েছে হেলিও জি১০০ আলটিমেট চিপসেট।
ফোনটি তৈরি করা হয়েছে 'আর্মর অ্যালয়' ফ্রেম দিয়ে, যার উপাদান হিসেবে রয়েছে দামাস্কাস স্টিল এবং এয়ারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়ামের মিশ্রণ।