ভারতে মেটার প্রধান হিসেবে নিয়োগ পেলেন অরুণ শ্রীনিবাস

মেটা প্ল্যাটফর্মস সোমবার ঘোষণা করেছে যে, অরুণ শ্রীনিবাস আগামী ১ জুলাই থেকে ভারতের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে তিনি মেটার ভারতের বিজ্ঞাপন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। খবর রয়টার্স।
এই নিয়োগ এমন এক সময়ে এলো, যখন ভারতীয় প্রতিযোগিতা কমিশনের (সিসিআই) সঙ্গে মেটার টানাপোড়েন চলছে। গত নভেম্বরে, প্রতিযোগিতা বিরোধী কার্যকলাপের অভিযোগে মেটাকে জরিমানা করে সিসিআই এবং হোয়াটসঅ্যাপকে অন্যান্য মেটা-মালিকানাধীন অ্যাপের সঙ্গে ব্যবহারকারীর তথ্য শেয়ারিং নিষিদ্ধ করে পাঁচ বছরের জন্য।
মেটা এ আদেশের বিরুদ্ধে আপত্তি জানায় এবং ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা প্রকাশ করে। তবে চলতি বছরের শুরুর দিকে, একটি ভারতীয় ট্রাইব্যুনাল ওই তথ্য শেয়ারিং নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে, যা মেটার জন্য তাৎপর্যপূর্ণ এক স্বস্তি বয়ে আনে।
ডিবিটেক/বিএমটি