নগদে ‘হ্যালো বাবা’ মোবাইল রিচার্জে সারপ্রাইজ

১৬ জুন, ২০২৫  
১৬ জুন, ২০২৫  
নগদে  ‘হ্যালো বাবা’ মোবাইল রিচার্জে সারপ্রাইজ

বিশ্ব বাবা দিবস উপলক্ষ্যে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর ‘হ্যালো বাবা’ প্রতিযোগিতায় বাবার নম্বরে ১০০ টাকা বা তারবেশি মোবাইল রিচার্জ করলেই ভাগ্যবান বিজয়ীর বাসায় সারপ্রাইজ ভিজিটে যাবেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। এছাড়াও প্রতিদিন পাঁচজন বিজয়ী পাবেন ১,০০০ টাকা উপহার এবং সম্পূর্ণ ক্যাম্পেইনে একজন লাকি উইনার পাবেন অভিনেতাকে আপ্যায়নের সুযোগ।

এজন্য ১৫ জুন থেকে শুরু করে ২১ জুন পর্যন্ত নগদ অ্যাপ বা *১৬৭# ডায়াল করে গ্রাহক তার বাবার নম্বরে সর্বনিম্ন ১০০ টাকা বা তারবেশি যেকোনো পরিমাণ টাকা মোবাইল রিচার্জ করে ‘হ্যালো বাবা’ উৎসবে অংশ গ্রহণ করতে পারবেন গ্রাহক। 

এ বিষয়ে নগদ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নগদ অ্যাকাউন্টটি অবশ্যই সচল এবং ফুল প্রোফাইল থাকতে হবে এবং রিচার্জপ্রাপ্ত মোবাইল নম্বরটি অবশ্যই অংশগ্রহণকারীর বাবার হতে হবে। প্রতিদিনের নির্বাচিত গ্রাহকেরা পুরো ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ একবার উপহার উপভোগ করতে পারবেন।