সপ্তম ডব্লিউ আইসিই ২০২৫ এর জাতীয় বাছাই পর্বে ইউআইটিএস-এর ৭ দল

ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনের (ডব্লিউআইসিই) সমপ্তম আসরে অংশ নিয়েছেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) সর্বোচ্চ সাতটি দল। দলগুলো হলো এইড অন এয়ার, স্ক্র্যাপ ভেঞ্চার, ক্লাউড ড্রোন, পেল্টিয়ার্স, নেক্সোরা, সোলার ট্র্যাকিং সিস্টেম, ইকো রিভার এআই।
রাজধানীর আফতাব নগরের ইমপেরিয়াল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই উদ্ভাবনী প্রতিযোগিতায় দেশের অর্ধ শতাধিক বিশ্ববিদ্যালয় থেকে ১২০টি প্রকল্প উপস্থাপিত হয়। আগামী সপ্তাহেই এদের মধ্য থেকে সেরা দশ প্রকল্প বাছাই করা হবে। এর পর চূড়ান্ত ধাপে ৩-৫টি দল আগামী সেপ্টেম্বর মালেয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ফাইনালে নিজেদের প্রকল্প উপস্থাপনের সুযোগ পাবে।
ইন্দোনেশিয়া ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনের (IYSA) আয়োজনে প্রতিযোগিতায় আইটি ও রোবোটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইনোভেটিভ সোশ্যাল সায়েন্স, অ্যাপ্লাইড ফিজিক্স ও ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড লাইফ সায়েন্স বিভাগে টেকসই ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৈশ্বিক এই আসরের টিকিট পেতে বাংলাদেশের বাছাই পর্বটি অনুষ্ঠিত হয় ৩০ মে। জাতীয় বিভাগগুলিতে অংশগ্রহণকারীরা ওয়াল ম্যাগাজিন এবং অলিম্পিয়াড ক্যাটাগরিতে প্রতিযোগিতা করতে পারবে। প্রতিটি বিভাগে অংশগ্রহণকারীরা গোল্ড, সিলভার, এবং ব্রোঞ্জ মেডেল সহ বিভিন্ন পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হবে। এছাড়াও বেস্ট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (CR) অ্যাওয়ার্ড, বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড, DoB স্পেশাল অ্যাওয়ার্ড, TA স্পেশাল অ্যাওয়ার্ড, এবং পার্টিসিপেশন অ্যাওয়ার্ড রয়েছে প্রতিযোগিতায়।
ডব্লিউআইসিই ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা বহন করার স্বপ্ন নিয়ে বাছাই পর্বে ইউআইটিএস এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগিতায় বাছাই পর্বে এইড অন এয়ার প্রকল্প নিয়ে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ইশরাক উদ্দিন চৌধুরী, আব্দুল মোমেন সাফিন ও কাজী মোঃ আজহার উদ্দিন আবীর; স্ক্র্যাপ ভেঞ্চার দলের সদস্য মোতালেব হোসেন ইমন ও ফাহিমা আবিদা চৌধুরী; ক্লাউড ড্রোন প্রকল্প নিয়ে মোঃ ইব্রাহিম, রেদুয়ানুল করিম আবিদ ও অর্পা ভৌমিক; প্যালেটিয়ার্স দলে আসিফ মাহমুদ, নুসরাত জাহান অ্যানি ও জিহাদুল জারিফ সিয়াম; নেক্সোরা দলের বিশ্বজিৎ রায়, তানভীর মাহমুদ শাহীন ও সওদা আখতার; সোলার ট্র্যাকিং সিস্টেম প্রকল্প নিয়ে মোহাম্মদ নিহাপ, গোলাম ইরফান খান ও অরণ্য আর্নেস্ট নাথ এবং ইকো রিভার এআই প্রকল্প দলের সদস্য মিমতাজ, তাসফিয়া আমিনুল মিমি ও তানভীর আহমেদ খান।