অনলাইনে ভ্যাট রিটার্ন দেওয়ার সময়সীমা বাড়লো ১৯ জুন পর্যন্ত

ঈদুল আজহার দীর্ঘ সরকারি ছুটি সামনে রেখে অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ জুন পর্যন্ত ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে। বৃহস্পতিবার (২৯ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।
প্রথা অনুযায়ী, প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে তাদের কেনাবেচার বিস্তারিত তথ্যসহ ভ্যাট রিটার্ন দাখিল করতে হয়। তবে, এবারের ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন সরকারি ছুটি থাকায় রিটার্ন জমা দেওয়ার সময়সীমা চার দিন বাড়ানো হয়েছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৫ লাখ ৮ হাজার। এর মধ্যে প্রতি মাসে প্রায় ৪ লাখ প্রতিষ্ঠান রিটার্ন দাখিল করে। এদের মধ্যে ৩ লাখেরও বেশি প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন জমা দেয়, যা কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের অগ্রগতি নির্দেশ করে।
ব্যবসায়ীদের উদ্দেশে এনবিআর জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই রিটার্ন জমা দিতে অনুরোধ করা হচ্ছে, যাতে পরে কোনও জরিমানা বা জটিলতার সম্মুখীন না হতে হয়।