তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চিকিৎসারত অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
এর মাধ্যমে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বুধবার (২৮ মে) সকাল ৮টা ৩৬ মিনিটে করা পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘শোক বার্তা। বর্ষিয়ান রাজনীতিবীদ ৭১ এর মক্তিযুদ্বের অন্যতম সংগঠক। ডাকসুর সাবেক ভি পি। বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের সারথী ও সাবেক প্রেসিডিয়াম মেম্বার; সাবেক মন্ত্রী; বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব তোফায়েল আহমেদ চিকিৎসারত অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে বাংলাদেশ টাইম রাত ১০: ৩০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’
বিকেল ৫টা পর্যন্ত পোস্টটিতে ১ হাজার ২০০ রিঅ্যাকশন পড়েছে। এতে ৫৫৮টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১২৪ বার।
‘বিশ্বনাথ ছাত্রলীগ’, ‘দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ’ নামের ফেসবুক পেজ ও ‘শার্শা উপজেলা আওয়ামী লীগ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে তথ্যটি পোস্ট করা হয়েছে।
তবে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তোফায়েল আহমেদের পারিবারিক একটি সূত্র থেকেও বিকেল ৪টার দিকে তার মৃত্যুর তথ্যটি গুজব বলে নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, তোফায়েল আহমেদ আগের চেয়ে অনেকটা দুর্বল হয়ে গেছেন। তবে সুস্থ আছেন।
তোফায়েল আহমেদের মৃত্যুর দাবি উড়িয়ে দিয়ে মূলধারার গণমাধ্যমকে তোফায়েল আহমেদের একমাত্র মেয়ে তাসলিমা আহমেদ মুন্নী বলেন, ‘আব্বু ভালো আছেন এবং সুস্থ আছেন।’ এতে প্রমাণিত হচ্ছে- সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। তিনি বেঁচে আছেন। ফ্যাক্ট চেকাররাও বিষয়টি নিশ্চিত হয়েছেন।