বৃহস্পতিবার ঢাকায় বসছে প্রথম পিকেআই সম্মেলন

ডিজিটাল মাধ্যমে প্রেরিত ও সংরক্ষিত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করণ এবং ডিজিটাল/ইলেকট্রনিক স্বাক্ষর ব্যবহার করে তথ্যের অবিকৃত আদান-প্রদান, তথ্য প্রদানকারী ও গ্রহণকারীর পরিচিতি প্রতিপাদন, তথ্যের গোপনীয়তা নিশ্চিত করার পাশাপাশি সাইবার জালিয়াতি ও সাইবার অপরাধ প্রতিরোধ করতে খাত সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকায় বসছে বাংলাদেশ পাবলিক কী ইনফ্রাস্ট্রাকচার (পিকেআই) সম্মেলন। “Trust, Transform, Thrive: Enabling Digital Governance with PKI” প্রতিপাদ্যে সম্মেলনের আয়োজক ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ (সিসিএস)।
বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে বসছে এই সম্মেলন। সম্মেলনে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেবেন।
সম্মেলন উপলক্ষে হোটলে সোনারগাঁওয়ে “Digital Transformation in Bangladesh: PKI and Digital Signature for Trust, Security and Transparency" এবং “Securing Governance: Digital Signatures in Public Services” বিষয়ে ২টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এর একটি উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ জাহিদুর রহমান। অপরটি উপস্থাপন করবেন সিসিসিএ নিয়ন্ত্রক (যুগ্মসচিব) এ.টি.এম. জিয়াউল ইসলাম।
সেমিনারে ই-গভর্নেন্স, ই-কমার্স, ই-হেলথ, ই-ইনফ্রাস্ট্রাকচার-সহ ই-সার্ভিসসমূহের নিরাপত্তা বিধান এবং সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল স্বাক্ষরের ভূমিকা বিষয়ে আলোকপাত করা হবে। একইসঙ্গে ডিজিটাল মাধ্যমে প্রেরিত ও সংরক্ষিত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত গুরুত্বপূর্ণ সরকারি ই-সেবা, ই-কমার্স, অনলাইন ব্যাংকিং, ই-চুক্তি, অনলাইনে প্রদত্ত লাইসেন্স/সনদপত্র/প্রত্যয়নপত্র প্রভৃতির অথেনটিকেশন পদ্ধতি, এগুলোর প্রয়োজনীয়তা, সুরক্ষা ইত্যাদি বিষয় তুলে ধরবেন বক্তারা।
সম্মেলন উপলক্ষে এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন কুইজ ও পিকেআই হ্যাকাথন। গত ৯ মে থেকে ১৮ মে পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আইটি পেশাজীবিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে হ্যাকাথনের প্রর্থমিক রাউন্ড। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত অনলাইন কুইজ এবং হ্যাকাথনের চূড়ান্ত পর্বের ফল জানা যাবে বৃহস্পতিবার।
দুপুরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
একই অনুষ্ঠানে সর্বোচ্চ সংখ্যক ডিজিটাল স্বাক্ষর ব্যবহারকারী ২টি সরকারি প্রতিষ্ঠান এবং ২ টি বেসরকারি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।