প্রযুক্তি বিভাগে ছাঁটাই করেছে নাইকি

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক নাইকি তাদের প্রযুক্তি বিভাগ থেকে কিছু কর্মী ছাঁটাই করেছে। সোমবার রয়টার্সকে দেওয়া এক ইমেইলে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্স।
নাইকির মুখপাত্র জানান, প্রযুক্তি সংক্রান্ত কিছু কাজ এখন থেকে তৃতীয় পক্ষের ভেন্ডরদের মাধ্যমে পরিচালনা করা হবে।
তবে ছাঁটাইকৃত কর্মীর সংখ্যা নির্দিষ্ট করে জানানো হয়নি।
গত মার্চে নাইকি চতুর্থ প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি আয় হ্রাসের পূর্বাভাস দেয় এবং গ্রাহকদের আগ্রহ পুনরুজ্জীবিত করার জন্য সতর্ক অবস্থান নেয়। চলতি মাসের শুরুতে প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী এলিয়ট হিল সিনিয়র লিডারশিপ টিমে পরিবর্তন আনেন। হিল গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ শুরু করেছেন।
ডিবিটেক/বিএমটি