হামজার ম্যাচের ভিআইপি টিকেট উপহার পাচ্ছেন রবি গ্রাহকরা

প্রথমবারের মতো দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন ইংলিশ লিগ মাতানো তারকা ফুটবলার হামজা চৌধুরী। আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাই পর্ব।
তবে তার আগেই প্রতি রবিবার দেয়া নিয়মিত অফারে ফুটবল উত্তেজনাকে যুক্ত করলো মোবাইল অপারেটর রবি। আগামী ২৫ মে থেকে শুরু হচ্ছে রবি সুপার রবিবার। ওই রবিবার জুনের দ্বিতীয় মঙ্গলবার অনুষ্ঠেয় ম্যাচের ভিআইপি টিকেট উপহার পেতে যাচ্ছেন রবি গ্রাহকরা। রবি অ্যাপ থেকে টিকেট ‘ভিআইপি গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করতে পারবেন রবি’র গ্রাহকরা।
সে লক্ষ্যে সোমবার (১৯ মে) রাজধানী ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত রবি আজিয়েটার কর্পোরেট অফিসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সঙ্গে চুক্তি করেছে রবি। এরপর গ্রাহকদের জন্য সুবখবরটি তুলে ধরা হলো যৌথ সংবাদ সম্মেলনে।
এসময় রবির ভারপ্রাপ্ত সিইও এম রিয়াজ রশিদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, বাফুফে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন, গোলাম গাউস, জাকির হোসেন চৌধুরী ও কামরুল হাসান হিলটন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “সুপার রবিবার ক্যাম্পেইনের মাধ্যমে আমরা রবি গ্রাহকদের জন্য সপ্তাহের একটি দিনকে রোমাঞ্চকর অভিজ্ঞতায় পরিণত করতে চাই। গ্রাহকদের ইতিবাচক সাড়ায় আমরা ২৫ মে’র ‘সুপার রবিবার’কে আরও বিশেষ করে তুলতে মাঠে বসে হামজা চৌধুরীর খেলা দেখার সুযোগ রাখছি। আমার বিশ্বাস, হামজা ও শমিতের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা জাতীয় দলে যোগ দেওয়ায় আমাদের ফুটবল বিশ্বমঞ্চে নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবে। দেশের জন্য এমন উদ্যোগে থাকতে পারাটা আমাদের জন্য গর্বের।
বাফুফে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম বলেন, “রবির সঙ্গে এই অংশীদারিত্বে আমরা দারুণ উচ্ছ্বসিত। এর মাধ্যমে খেলোয়াড়রা যেমন উৎসাহিত হবেন, তেমনি দর্শকরাও পাবেন বাড়তি আনন্দ। ভবিষ্যতে রবির সঙ্গে আরও বড় পরিসরে কাজ করার আশা রাখছি।”
তবে কিভাবে কিংবা কতজনকে টিকেট উপহার দেয়া হবে সেই পথরেখাটি এখনো চূড়ান্ত হয়নি।